জঙ্গিবাদের প্রাদুর্ভাব ও জনজীবনে সংকটের দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অবরোধ কর্মসূচি

প্রেস স্টেটমেন্ট

অক্টোবর ১২, ২০২৪

দেশে ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি সাম্প্রদায়িক সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব জনগণের জানমালের নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায়ে মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে।

আজ ১২ই অক্টোবর প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ শেষে পুরুষ মহিলা হাজার হাজার জনতার এক বিশাল মিছিল প্রধান উপদেষ্টা কার্যালয় অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যায়। পুলিশি বাধার মুখে প্রতিনিধি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি ধর্মবিরোধী ও মানবতাবিধ্বংসী অপরাধ।

ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে সমান অধিকার দান করেছেন।

ইমাম হায়াত বলেন, এক গোষ্ঠীর রাষ্ট্র আল্লাহ ও তাঁর রাসুলের দেয়া সব মানুষের অধিকার উৎখাত করে রাষ্ট্রকে সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র করে তুলে।

ইমাম হায়াত বলেন, একক ধর্ম ও একক জাতিবাদী রাজনীতির নামে ধর্ম ধ্বংসাত্মক ও মানবতা ধ্বংসাত্মক দস্যুনীতি।

ইমাম হায়াত বলেন, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী জীবনের স্বাধীনতা ও স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য সীমাহীন ত্যাগের বিনিময়ে সকল সংগ্রাম বিপ্লব ও আন্দোলনের ব্যর্থতার কারণ একক ধর্ম ও একক জাতিবাদী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি ।

ইমাম হায়াত বলেন, উপমহাদেশে একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিভক্তি কুফল একাধিক রাষ্ট্রের জন্ম দিলেও জীবনের স্বাধীনতা ও মানবতার মুক্তি আসে নাই, যার ফলে সব রাষ্ট্রে মানুষ বারবার মুক্তির আন্দোলন করতে হচ্ছে।

ইমাম হায়াত বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে জনগণের নাগরিকত্ব হরণ করে ক্ষমতাসীন বিগত সরকারের স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য তাদের জোট ছাড়া দলমত নির্বিশেষে আমরা সমগ্র জনগন দীর্ঘদিন আন্দোলন করে আসছি। তিনি বলেন, বিগত জুন জুলাই আগষ্টের ছাত্রজনতার আন্দোলন আমরা সকল স্বৈরতন্ত্র থেকে মুক্তিকামী গণতন্ত্রকামী সকল মানুষের আন্দোলন ছিল। তিনি বলেন, এ আন্দোলনে বিগত স্বৈরাচারের পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা ছিনতাই হয়ে যাওয়ায় আমরা জনগণ আতংকিত ও হতাশ হয়ে পড়েছি।

ইমাম হায়াত বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ধর্মের নামে জঙ্গিবাদি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নেতা অন্তর্ভুক্ত করায় সরকার দলের নিরপেক্ষতা হারিয়ে জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট হয়ে গেছে।

ইমাম হায়াত বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ দেশকে জঙ্গিবাদি সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বিধায় আমরা ধর্মের প্রকৃত ধারার অনুসারী ও গণতন্ত্র এবং জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতায় বিশ্বাসী জনগণ দ্বীন-জীবন-রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে ভয়ংকর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।

ইমাম হায়াত অন্তর্বর্তী সরকারকে পপক্ষপাতদুষ্ট না হয়ে এবং দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে না দিয়ে দ্বীন দেশ গণতন্ত্রএবং রাষ্ট্র ও জীবনের স্বাধীনতা রক্ষার পথে ফিরে আসার আহ্বান জানান ।

ইমাম হায়াত বলেন, মানব জীবন স্বীকার করলে রাষ্ট্র সবার সব মানুষের স্বীকার করতে হবে এবং সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে।

ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে রাজনীতি ও রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নামে ধর্মের শিক্ষার বিপরীত ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ।

তিনি বলেন, ধর্ম রাষ্ট্রক্ষমতার বলে চাপিয়ে দেয়ার বিষয় নয়। ধর্ম চাপমুক্ত পরিবেশে জ্ঞানগত হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির বিষয়। তিনি বলেন, যারা একক ধর্মরাষ্ট্রের রাজনীতি করে তারা ধর্মের শত্রু।

ইমাম হায়াত বলেন, ধর্মের নামে রাষ্ট্র প্রকৃতপক্ষে ধর্ম নয় বরং ধর্ম রাষ্ট্র মানে ধর্মের নামে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর মতবাদ রাষ্ট্রক্ষমতার জোড়ে ধর্মের নামে বলপূর্বক চাপিয়ে দিয়ে প্রকৃত ধর্ম উৎখাত ও ধ্বংস করা।

ইমাম হায়াত বলেন, একক ধর্ম ও একক বস্তুবাদী জাতিবাদী চেতনাভিত্তিক রাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করে না বরং উৎখাত করে।

ইমাম হায়াত বলেন, মানুষ অমানুষ হওয়া এবং দুনিয়ায় মানব জীবনের সকল সংকট ও সকল খুন-জুলুম-বৈষম্য-পাশবতা-রাষ্ট্রীয় সন্ত্রাস যুদ্ধ বিগ্রহ ধ্বংসযজ্ঞের মূলে আছে একক গোষ্ঠীর রাজনীতির ধারায় একক গোষ্ঠীর রাষ্ট্র।

ইমাম হায়াত বলেন, ধর্মের সত্য ও মানবতায় বিশ্বাস করলে একক ধর্ম ও একক জাতিবাদি চেতনা ভিত্তিক একক গোষ্ঠীর রাজনীতি ও একক গোষ্ঠীবাদি রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা যায় না ।

ইমাম হায়াত বলেন, মানবতার ইতিহাসে দুনিয়াব্যাপী মানবতার সকল বিপর্যয়ের মূলে আছে একক ধর্ম ও একক বস্তুবাদি চেতনা ভিত্তিক একক জাতিবাদী অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি রাষ্ট্র ব্যবস্থা।

ইমাম হায়াত বলেন, মিথ্যা ও জুলুমের মূল হাতিয়ার একক গোষ্ঠীর রাজনীতি ও একক বস্তুবাদি রাষ্ট্র দেশকে জঙ্গিবাদি অপরাজনীতির দিকে ঠেলে দেয়ার প্রবণতা ছাড়াও অন্তর্বর্তী সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ বলে ইমাম হায়াত অভিযোগ করেন।

ইমাম বলেন, অন্তর্বর্তী সরকার দব্যমূল্যের উর্ধগতি রোধে ব্যর্থ হয়েছে এবং শিল্প কারখানা বিনিয়োগ ব্যবসা-বাণিজ্য জনগণের আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে দেশের অর্থনীতির ধ্বংসের উপক্রম হয়েছে।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সঠিক পথে সব দিকে ফিরে আসার আহ্বান জানান না হয় পদত্যাগ করে দেশ রক্ষার আহ্বান জানান ।

ইমাম হায়াত জনগণকে দ্বীন-দেশ জনগণের নিরাপত্তা-অধিকার-জীবনের স্বাধীনতা এবং বাইরে ও ভিতরের অপশক্তির জবরদখল থেকে স্বাধীনতা রক্ষায় মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্য হবার আবেদন জানান ।

– শেখ রায়হান রাহবার
মহাসচিব
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ
মোবাইলঃ ০১৭৮৬ ২৭ ২৮ ২৯