দলের নাম
ঘোষণা
বস্তুর উর্ধ্বে মানবসত্তার ভিত্তিতে, প্রত্যেক মানুষের জীবনের আত্ম মালিকানা ও দুনিয়ার মালিকানার ভিত্তিতে, ধমীর্য় মূল্যবোধের আলোকধারায় একক গোষ্ঠির স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন গনতান্ত্রিক মানবিক রাষ্ট্র এবং সত্য ও সম্পদের মুক্ত প্রবাহের ধারায় মানবিক সাম্যের রূপরেখায় মুক্ত মানবিক বিশ্বব্যবস্থার লক্ষ্যে জীবনের আত্মিক-প্রাকৃতিক-রাজনৈতিক দর্শন ও সংগঠন হিসেবে আমরা জীবন ও মানবতায় বিশ্বাসী সব মানুষের পক্ষ থেকে, দয়াময় স্রষ্টার নামে ও স্রষ্টার আলো মহান রেসালাতের সর্বজনীন কল্যাণের ধারায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর ঘোষণা করছি, তারিখ ২০ ই এপ্রিল ২০১০ সন।
– ইমাম হায়াত
ইনসানিয়াতের মূলনীতি
- স্রষ্টার ভালবাসায় সব মানুষের সেবা ও ভালবাসা।
- স্রষ্টার আলো ও প্রতিনিধি জীবনের রেসালাতের মাধ্যমে স্রষ্টার সংযোগে মানবাত্মাকে আলোকিত রাখা ও মানবতাকে সজীব রাখা।
- মানবাত্মাকে দিকহারা ও বিণাশী অপশক্তি থেকে রক্ষায় স্রষ্টার সংযোগে অনিবার্য বন্ধন, মানবাত্মার ঠিকানা, সত্য ও জ্ঞানের কেন্দ্র, জীবনের মালিকানা-স্বাধীনতা-অধিকার ও মানবতার উৎস মহান রেসালাতের আলোকধারায় যুক্ত রাখার জ্ঞানগত প্রয়াস।
- সব ধর্মের প্রকৃত ধমীর্য় নৈতিক মানবিক মূল্যবোধ সুরক্ষা ও বিকাশ।
- মুক্ত জীবন ও সব বিষয়ের উর্ধ্বে জীবনের সর্বোচ্চ মর্যাদা—কতৃর্ত্ব—অধিকার প্রতিষ্ঠা।
- স্বাধীন মানবসত্তা ও সব বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রতিষ্ঠা।
- একক গোষ্ঠিগত স্বৈরতামুক্ত সর্বজনীন রাষ্ট্র ও সমাজ।
- মুক্ত মানবিক নিরাপদ অবিভাজ্য বিশ্ব।
- সম্পদের গণতন্ত্রায়ন।
- সব মানুষের সুরক্ষা ও কল্যাণ সাধনা।
- মানবতা বিরুদ্ধ সব কিছুর প্রতিরোধ।
- মানবতাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানিক কাঠামো প্রদান ও বিশ্বব্যবস্থা তথা রাজনীতির নিয়ন্ত্রক সবোর্চ্চ চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা।
- সত্য সাধনা ও জ্ঞান বিজ্ঞানের প্রবাহে বাধামুক্ত পরিবেশ তৈরি।
- মূল্যবোধ ও মানবতা ভিত্তিক গণতন্ত্র।
- ব্যক্তি নিরপেক্ষতা ও বৈষম্যহীন মানবিক দায়িত্ব।
- বিশ্ব মানবিক ভ্রাতৃত্ব বন্ধুত্ব ও সংহতি।
আমাদের লক্ষ্য
- বস্তুর উর্ধ্বে মানবসত্তার পূনরুজ্জীবন ও পূনঃপ্রতিষ্ঠা।
- জীবনবিরোধী মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে মানবজীবনকে মুক্ত রাখা এবং জীবনের মানবিক বৈশিষ্ট্য সুরক্ষা ও বিকশিত করা।
- মানবস্বত্তার পূর্ণ প্রাকৃতিক অধিকার সহায় সম্পদ উপকরণ অর্জন ও মুক্ত জীবনের রাষ্ট্র কাঠামো এবং মুক্ত মানবতার সাধনায় একক গোষ্ঠির স্বৈরতামুক্ত ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সর্বজনীন মানবিক রাষ্ট্র ও মুক্ত মানবিক বিশ্ব গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্য
সত্য সাধনায় বস্তুর উর্ধ্বে জীবনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে জীবন ও জ্ঞান- প্রজ্ঞার সঠিক সত্যমূখী ও পূর্ণাংগ বিকাশের শান্তিময়-নিরাপদ-জ্ঞানময় বিশ্ব পরিবেশ তৈরী এবং জীবনের মালিকানা-অধিকার-স্বাধীনতা সুরক্ষায় মানবতার কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সকল প্রকার অপশক্তি থেকে মানবসত্তার সুরক্ষায় মুক্ত জীবন ও মুক্ত দুনিয়া গতিশীল রাখা ।
দর্শন
ইলাহিয়াত রেসালাতের পর ইলাহিয়াত রেসালাতের পক্ষ থেকে মানবসত্তা ও মানব জীবন সব কিছুর উর্ধ্বে এবং এ দুনিয়া ও এর সব কিছু সব মানুষের জন্য সৃষ্ট। মানুষ আত্মা ও জীবনের নাম, কেবল দেহ নয়। আত্মা ও জীবনের সব দিকে অর্থাৎ বিশ্বাস-আদর্শ ও রুটিরুজি অধিকার সবদিকে প্রত্যেক মানুষের মালিকানা-স্বাধীনতা-নিরাপত্তা অলংঘনীয়। প্রত্যেক মানুষ তার নিজ জীবনের ও দুনিয়ার কলেমা প্রদত্ত মালিক এবং এ মালিকানার ভিত্তিতেই হতে হবে রাষ্ট্র-রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার সকল কাঠামো যার অন্যথা অন্যায় অবৈধ ও অপরাধ। মানুষের সত্তার উপর তাওহীদ রেসালাতের উর্ধ্বে কোন শক্তি ও কতৃর্ত্ব নেই। সকল কতৃর্ত্ব তাওহীদ রেসালাতের নির্দেশনা মোতাবেক হতে হবে এবং মানুষের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক জওয়াবদিহীমূলক সেবামূলক হতে হবে, প্রভূত্বমূলক বা অত্যাচার মূলক নয়। জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষায় সত্য-কল্যাণ-জ্ঞান-মূল্যবোধ-স্বাধীনতা-অধিকার-গণতন্ত্র ও জীবনের শান্তিময় অবাধ পূর্ণ বিকাশের শুভ শক্তিকে সমাজ রাষ্ট্র ও বিশ্ব কাঠামোর চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে এবং মিথ্যা-জুলুম-স্বৈরতা-পরাধীনতা-শোষণ-বৈষম্য-একক গোষ্ঠিগত-বর্ণগত ও অধিকার মূল্যবোধ পরিপন্থী অপরাজনীতি অপশক্তির নিয়ন্ত্রণ থেকে জীবন-সমাজ-রাষ্ট্র-বিশ্বকাঠামোকে রক্ষায় সত্য ও জীবনের অনুকূল মানবতার মুক্ত রাষ্ট্র ও মুক্ত বিশ্ব গড়ে তোলা ও কায়েম রাখা অবিকল্প অপরিহার্য।
আদর্শ
সর্ব জগতের সর্ব সৃষ্টির জন্য সব মানুষের জন্য দয়াময় আল্লাহতাআলার ঘোষিত অনন্ত আশীর্বাদ-জ্ঞান-কল্যাণ ও মুক্তির মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদত্ত দয়া-ভালবাসা-কল্যাণ-মানবতা ও দায়িত্বের আদর্শ, হজরত আদম আলাইহিস সালাম থেকে ইছা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসুলগনের মহান শিক্ষা এবং জ্ঞান- স্বাধীনতা-অধিকার এবং মানবতার জন্য ত্যাগ অবদান রেখেছেন ও অবিচার-স্বৈরাচার-পরাধীনতা-জুলুম-শোষণ-অজ্ঞতা-মূর্খতা-পাশবতা-অনৈতিকতা থেকে মানবতাকে রক্ষায় নিজেদের উৎসর্গ করেছেন মানবতার এমন সকল ত্রাণকর্তার সুশিক্ষা মূল্যবোধই এ সংগঠনের আদর্শ।
দলীয় পতাকা
ইনসানিয়াত দলের পতাকা শান্তি ও মানবতার প্রতীক হিসেবে সাদা রং হবে এবং জীবন ও মুক্তির প্রতীক হিসেবে এবং অন্যায়-অবিচার-স্বৈরতা-পরাধীনতা ও মানবতা বিরোধী অপশক্তির কবল থেকে মুক্তি সাধনার প্রতীক হিসেবে সাদার মধ্যে সবুজ বৃত্ত থাকবে। দৈর্ঘ্যে তিন ও প্রস্থে দুই অনুপাতে চতুষ্কোণ আয়তাকার সাদা পতাকার মধ্যখানে প্রস্থের দুই তৃতীয়াংশ ব্যাসের গোলাকার সবুজ বৃত্ত থাকবে।
লগো
ইনসানিয়াত বিপ্লবের সাংগঠনিক লগো
নির্বাচনী প্রতীক
ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী প্রতীক
আপেল
নিবন্ধন নম্বর
দলীয় নিবন্ধন-নম্বর-০৪৬